মিহিরুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরায় বাইসাইকেল চুরি চক্রের ৬ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে বাইসাইকেলের তালা কাটায় ব্যবহারিত একটি কাটিং ফাইটার মেশিন ও চুরিকৃত ৬ টি বাইসাইকেল জব্দ করা হয়।
(২ সেপ্টেম্বর) ভোরে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দ কাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, আশরাফুল ধাবক (৩৫),পিতা-ওসমান গনি,আজহারুল(৩৯) পিতা-মৃত্যু রহমত আলি, আবু মুসা (৪২) পিতা- আবু কাশেম,মো.ফারুক (৪০) পিতা- মাজেদ সরদার,মো.মেছের আলী(৪০)পিতা-ইয়াকুব আলী সকলে গ্রাম সদর উপজেলার গোবিন্দ কাঠি এবং পলাশ (২৮) পিতা-আবুল হোসেন গ্রাম রাজনগরকে আটক সদর থানা পুলিশ।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন আটকের বিষয়টি বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান,আটককৃত আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে ক্রয়-বিক্রয় করে থাকে।আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।