আলোর জগত ডেস্ক : আসন্ন সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নিজ দলের নির্বাচনী ইশতেহারে তরুণদের আকৃষ্ট করতে কর্মসূচি রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোটাররা সব আসনে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, ইশতেহারের মূল লক্ষ্য হবে উন্নয়নের মহাসড়কের গতিকে আরও বেগবান করতে চাই, ত্বরান্বিত করতে চাই। প্রবৃদ্ধিকে আরও বৃদ্ধি করতে হবে। আমরা দারিদ্র্য বিমোচন করেছি, দারিদ্র্যতাকে আরও কমাতে চাই। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যে আরও কৌশলী হওয়ার কথা থাকবে ইশতেহারে।
এদিকে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সভাপতি এবং ইশতেহার উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।