ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।
সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও নাটোরের ২ জন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও পাবনার ১ জন।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৩৮ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৩ জন।
এর আগে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৭.৩১%।