স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয় দ্বীপ এন্টিগুয়ায় রবিবার সকালে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ইংল্যান্ড করে ১০৫ রান। জবাবে অস্ট্রেলিয়া ২৯ বল হাতে রেখেই ২ দুই উইকেট হারিয়ে লক্ষ্য পূরণে সক্ষম হয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার ড্যানিয়েল ওয়েট একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলেই গার্ডনার তিনটি, জর্জিয়া ওয়েরহ্যাম ও মেগান স্কাট দুটি করে উইকেট নেন।