দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপির নির্দেশনা মোতাবেক দেবহাটায় শোকের মাসব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।আজ সকাল ৯টায় গাজীরহাট বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহ্মুদুল হক লাভলুর সার্বিক ব্যাবস্থাপনায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. অজয় কুমার ঘোষ, সদস্য আব্দুল আজিজ খোকন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র নাথ ঘোষ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সম্পাদক আলিমুলাহ শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলুর রহমান জীবন, গাজীরহাট প্রগতী সংঘের সাধারণ সম্পাদক ও সরকারি কেবিএ কলেজের প্রভাষক মঈনউদ্দীন খান, গাজীরহাট বাজার সমিতির সভাপতি রওনাকুল ইসলাম বাবু প্রমুখ। এসময় জাতীয় শোকের মাস উপলক্ষে মাসব্যাপী ইউনিয়ন ব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দরা। এছাড়া করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপির নির্দেশনা প্রচার করা হয়।