হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদূগাপুর গ্রামে বাড়ির উপর যাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ হয়।এতে দুই পরিবারের ৫ মহিলা আহত হয়।অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় চরদূর্গাপুরের ইউসুফ মোল্লার বাড়ির উঠান দিয়ে প্রতিদিন যাতায়াত করে পাশের বাড়ির হেলান মোল্লা।এ সময় ইউসুফ মোল্লার স্ত্রী আলেকজান বিবি বাধা দিতে গেলে কথার কাটাকাটি হয়।একপর্যায়ে আলেকজান বিবিকে মারপিঠ করে।এ ঘটনা স্থানীয় ইউপি নোমান সরদারকে বিচারের জন্য জানানো হয়। ইউপি সদস্যে নোমান সরদারের কাছে বিচার দেওয়ার কারনে তারা আরো ক্ষিপ্ত হয়।তখন রহিম বক্র সরদার তার ছেলে হেলান সরদার সহ ইমাম হাচান,রাজিব সরদার,ইব্রাহিম সরদার কে নিয়ে মাগরিবের পরে পূর্নরায় ইউসুফ মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে।তখন ইউসুফ মোল্লার পরিবারের ৪ জন আহত হয়।আহতরা হলেন আলেকজান বিবি(৬৫) তাসলিমা বেগম(২৩)ইয়াসমিন বেগম (২৫) নাসিমা(১৭)।হামলার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থানে গিয়ে ইউপি সদস্যে নোমান সরদার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ইউসুফ মোল্লা হিজলা থানায় একটি অভিযোগ করে।হিজলা থানার ওসি তদন্ত তারিক হাসান রাসেল বলেন মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।