ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আজ-কাল ঘোষণা হতে পারে মহাজোটের প্রার্থী

আলোর জগত ডেস্ক :   আওয়ামী লীগ ও তার শরীকদের মনোনয়ন ঘোষণা আজ রবিবার অথবা আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ও জাসদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসন বণ্টন নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষপর্যায়ে। কাল-পরশু ঘোষণা হতে পারে মনোনয়ন। জোটকে ৬৫ থেকে ৭০ এর মতো আসন দেয়া হবে। এর ব্যতিক্রম হবে না।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, আশ্বাস পেয়েছি, আরও পাব। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা আরও হবে। আমাদের জয়যুক্ত হতে হবে। আবেগে সিদ্ধান্ত নেয়া যাবে না। চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে সম্পর্ক অটুট রেখে আমাদের এগুতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

আজ-কাল ঘোষণা হতে পারে মহাজোটের প্রার্থী

আপডেট টাইম : ০৩:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮

আলোর জগত ডেস্ক :   আওয়ামী লীগ ও তার শরীকদের মনোনয়ন ঘোষণা আজ রবিবার অথবা আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ও জাসদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসন বণ্টন নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষপর্যায়ে। কাল-পরশু ঘোষণা হতে পারে মনোনয়ন। জোটকে ৬৫ থেকে ৭০ এর মতো আসন দেয়া হবে। এর ব্যতিক্রম হবে না।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, আশ্বাস পেয়েছি, আরও পাব। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা আরও হবে। আমাদের জয়যুক্ত হতে হবে। আবেগে সিদ্ধান্ত নেয়া যাবে না। চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে সম্পর্ক অটুট রেখে আমাদের এগুতে হবে।