ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় মারা গেল আরও ১৫ জন

ডা: মো: হাফিজুর রহমান (পানা), রাজশাহী ব্যুরা

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনর মৃত্যু হয়ছে। রবিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টার মধ্য তারা মারা যান। এর আগে হাসপাতাল গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিনে সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। হাসপাতালর পরিচালক ব্রিগডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৫ জনর মধ্য সাতজন করোনা পজিটিভ ছিলেন। আর আটজন মারা গেছেন করানার উপসর্গ নিয়ে।

তিনি আরও জানান,মৃত্যদের মধ্য করানায় আআক্রান্ত  সাত জন এবং উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন।মৃত্যদের রাজশাহীর ছয় জন, পাবনার পাঁচ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন এবং চুয়াডাঙ্গার একজন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালর করোনা ওয়ার্ড নতুন রাগী ভর্তি হয়েছে ৩৭ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন। হাসপাতাল ৫১৩টি করোনা ডডিকটড শয্যার বিপরীত বর্তমান রাগী ভর্তি আছ ৩৯০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৭ জনর মধ্য রয়েছে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জর পাঁচ জন, নাটোরের আট জন, নওগাঁর তিন জন, পাবনার তিন জন, সিরাজগঞ্জর দুজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন।

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে শয্যা ৩৯০ জন ভর্তি রয়েছে, তাদর বেশির ভাগই রাজশাহীর। করোনায় ও উপসর্গ রাজশাহীর ১৬৩ জন চিকিৎসা নিচ্ছে এখানে। এ ছাড়া চিকিৎসা নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জর ৩১ জন, নাটোরে ৬৬ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ৭২ জন, কুষ্টিয়ার ১১ জন, চুয়াডাঙ্গার তিন জন, সিরাজগঞ্জর ছয় জন, মেহেরপুরের একজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন।
হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্য ১৫ জনর বয়স বিশ্লষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্য রয়েছে দুজন, ৪১ থক ৫০ বছরের মধ্য তিন জন, ৫১ থেকে ৬০ বছরর মধ্য দুজন এবং ৬১ বছরর ঊর্ধ মারা গেছেন আট জন। মৃত্যদের মধ্য নয় জন পুরুষ এবং ছয় জন নারী।
এদিক, গতকাল রোববার এক হাজার ১৩৩ জনর নমুনা পরীক্ষা করে ২২২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তর হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক শূন্য ২ শতাংশ।
উল্লখ্য, সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালর করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯০ জন। হাসপাতাল মোট করোনা ডডিকটড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় মারা গেল আরও ১৫ জন

আপডেট টাইম : ০৫:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

ডা: মো: হাফিজুর রহমান (পানা), রাজশাহী ব্যুরা

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনর মৃত্যু হয়ছে। রবিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টার মধ্য তারা মারা যান। এর আগে হাসপাতাল গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিনে সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। হাসপাতালর পরিচালক ব্রিগডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৫ জনর মধ্য সাতজন করোনা পজিটিভ ছিলেন। আর আটজন মারা গেছেন করানার উপসর্গ নিয়ে।

তিনি আরও জানান,মৃত্যদের মধ্য করানায় আআক্রান্ত  সাত জন এবং উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন।মৃত্যদের রাজশাহীর ছয় জন, পাবনার পাঁচ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন এবং চুয়াডাঙ্গার একজন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালর করোনা ওয়ার্ড নতুন রাগী ভর্তি হয়েছে ৩৭ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন। হাসপাতাল ৫১৩টি করোনা ডডিকটড শয্যার বিপরীত বর্তমান রাগী ভর্তি আছ ৩৯০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৭ জনর মধ্য রয়েছে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জর পাঁচ জন, নাটোরের আট জন, নওগাঁর তিন জন, পাবনার তিন জন, সিরাজগঞ্জর দুজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন।

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে শয্যা ৩৯০ জন ভর্তি রয়েছে, তাদর বেশির ভাগই রাজশাহীর। করোনায় ও উপসর্গ রাজশাহীর ১৬৩ জন চিকিৎসা নিচ্ছে এখানে। এ ছাড়া চিকিৎসা নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জর ৩১ জন, নাটোরে ৬৬ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ৭২ জন, কুষ্টিয়ার ১১ জন, চুয়াডাঙ্গার তিন জন, সিরাজগঞ্জর ছয় জন, মেহেরপুরের একজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন।
হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্য ১৫ জনর বয়স বিশ্লষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্য রয়েছে দুজন, ৪১ থক ৫০ বছরের মধ্য তিন জন, ৫১ থেকে ৬০ বছরর মধ্য দুজন এবং ৬১ বছরর ঊর্ধ মারা গেছেন আট জন। মৃত্যদের মধ্য নয় জন পুরুষ এবং ছয় জন নারী।
এদিক, গতকাল রোববার এক হাজার ১৩৩ জনর নমুনা পরীক্ষা করে ২২২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তর হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক শূন্য ২ শতাংশ।
উল্লখ্য, সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালর করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯০ জন। হাসপাতাল মোট করোনা ডডিকটড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।