ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

দিনাজপুরে ধানের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি

পাওয়ায় বোরো সংগ্রহ অভিযান ধীর গতিতে
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর \ দিনাজপুর ১৩টি উপজেলায় হাটে-বাজারে ধানের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বোরো সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরনে সংশয় দেখা দিয়েছে।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইদুল ইসলাম জানান, দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে ৪০ টাকা কেজি দরে ৯১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ৭ হাজার মেটিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ২৪ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। চাল সংগ্রহের জন্য জেলার ১ হাজার ৮০০ মিল মালিক চুক্তিবদ্ধ হয় খাদ্য বিভাগের সাথে। গত ৮ই মে আনুষ্ঠানিক ভাবে এই সংগ্রহ অভিযান শুরুর পর গতকাল শনিবার পর্যন্ত ৯১ হাজার মেট্রিক টনের স্থলে ২৮ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৭ হাজার মেট্রিক চালের মধ্যে ৩ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৪ হাজার মেট্রিক টনের মধ্যে ১৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার চেয়ে ৭৩ শতাংশ।
আগামী আগস্ট মাস পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে এবং এরই মধ্যে সংগ্রহ অভিযান পুরোপুরি সফল হবে বলে আশা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।
এদিকে হাট-বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় গত ২ সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে ধানের দাম। গত শনিবার দিনাজপুরের অন্যতম বৃহৎ ধানের হাট সদর উপজেলা গোপালগঞ্জে গিয়ে দেখা যায়, ২ সপ্তাহের ব্যবধানে প্রতিবস্তা (৭৫ কেজি) ধানের দাম বেড়েছে প্রকার ভেদে আড়াই’শ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। ২ সপ্তাহ আগে হাইব্রিড মোটা জাতের ধান (৭৫ কেজি) প্রতিবস্তা ১ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৫০ টাকায়, বিআর-২৮ জাতের ধান ২ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার ২২০ টাকায় এবং সম্পা কাঠারী জাতের ধান ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা থাকলেও ধানের সরবরাহ কমে যাওয়ায় এই দাম বেড়েছে বলে জানান ধান ক্রেতারা। গোপালগঞ্জ হাটে ধান ক্রেতা ধীমান বসাকের সাথে কথা বললে তিনি জানান, গোপালগঞ্জ হাটে লকডাউন শুরুর আগেও প্রতিহাটে ২ হাজার থেকে ৩ হাজার বস্তা ধান উঠতো। কিন্তু গত শনিবারে যে ধান উঠেছে ৬০০ থেকে ৪০০ বস্তা বেশি হবে না। প্রান্তিক কৃষকরা বেশির ভাগ মৌসুমে শুরুর সাথে সাথেই ধান বিক্রি করে দেন। তাই প্রান্তিক ও মাঝাড়ি কৃষকদের কাছে এখন আর তেমন ধান নেই। এখন যে ধান রয়েছে তা শুধু বড় কৃষকদের কাছে। এই কারনে বাজারে ধানের সরবরাহ্ কমছে বলে জানান তিনি। তিনি বলেন সরবরাহ্ এভাবে কমতে থাকলে বাজারে ধানের দাম আরো বাড়তে পারে। বাজারে ধানের দামের এই উর্দ্ধগতিতে দিনাজপুর জেলায় সরকারী বোরো সংগ্রহ অভিযান পুরোপুরি সফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিল মালিক জানান, যেভাবে ধানের দাম বেড়েছে, তাতে এই দামে ধান কিনে খাদ্য বিভাগের কাছে চাল সরবরাহ করতে লোকসান গুনতে হবে। এ জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হলেও অনেক মিল মালিক পুরোপুরি চাল দিতে না পারায় এখন রয়েছে সংশয়ের মধ্যে।
উল্লেখ্য, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় গত বোরো ও আমন মৌসুমে দিনাজপুর জেলায় সরকারী খাদ্য সংগ্রহ অভিযান সফল হয়নি। এবার সরকার চাল ও ধানের সংগ্রহ মূল্যবৃদ্ধি করলেও সংগ্রহ অভিযান পুরোপুরি সফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

দিনাজপুরে ধানের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি

আপডেট টাইম : ০৭:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

পাওয়ায় বোরো সংগ্রহ অভিযান ধীর গতিতে
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর \ দিনাজপুর ১৩টি উপজেলায় হাটে-বাজারে ধানের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বোরো সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরনে সংশয় দেখা দিয়েছে।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইদুল ইসলাম জানান, দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে ৪০ টাকা কেজি দরে ৯১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ৭ হাজার মেটিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ২৪ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। চাল সংগ্রহের জন্য জেলার ১ হাজার ৮০০ মিল মালিক চুক্তিবদ্ধ হয় খাদ্য বিভাগের সাথে। গত ৮ই মে আনুষ্ঠানিক ভাবে এই সংগ্রহ অভিযান শুরুর পর গতকাল শনিবার পর্যন্ত ৯১ হাজার মেট্রিক টনের স্থলে ২৮ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৭ হাজার মেট্রিক চালের মধ্যে ৩ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৪ হাজার মেট্রিক টনের মধ্যে ১৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার চেয়ে ৭৩ শতাংশ।
আগামী আগস্ট মাস পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে এবং এরই মধ্যে সংগ্রহ অভিযান পুরোপুরি সফল হবে বলে আশা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।
এদিকে হাট-বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় গত ২ সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে ধানের দাম। গত শনিবার দিনাজপুরের অন্যতম বৃহৎ ধানের হাট সদর উপজেলা গোপালগঞ্জে গিয়ে দেখা যায়, ২ সপ্তাহের ব্যবধানে প্রতিবস্তা (৭৫ কেজি) ধানের দাম বেড়েছে প্রকার ভেদে আড়াই’শ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। ২ সপ্তাহ আগে হাইব্রিড মোটা জাতের ধান (৭৫ কেজি) প্রতিবস্তা ১ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৫০ টাকায়, বিআর-২৮ জাতের ধান ২ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার ২২০ টাকায় এবং সম্পা কাঠারী জাতের ধান ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা থাকলেও ধানের সরবরাহ কমে যাওয়ায় এই দাম বেড়েছে বলে জানান ধান ক্রেতারা। গোপালগঞ্জ হাটে ধান ক্রেতা ধীমান বসাকের সাথে কথা বললে তিনি জানান, গোপালগঞ্জ হাটে লকডাউন শুরুর আগেও প্রতিহাটে ২ হাজার থেকে ৩ হাজার বস্তা ধান উঠতো। কিন্তু গত শনিবারে যে ধান উঠেছে ৬০০ থেকে ৪০০ বস্তা বেশি হবে না। প্রান্তিক কৃষকরা বেশির ভাগ মৌসুমে শুরুর সাথে সাথেই ধান বিক্রি করে দেন। তাই প্রান্তিক ও মাঝাড়ি কৃষকদের কাছে এখন আর তেমন ধান নেই। এখন যে ধান রয়েছে তা শুধু বড় কৃষকদের কাছে। এই কারনে বাজারে ধানের সরবরাহ্ কমছে বলে জানান তিনি। তিনি বলেন সরবরাহ্ এভাবে কমতে থাকলে বাজারে ধানের দাম আরো বাড়তে পারে। বাজারে ধানের দামের এই উর্দ্ধগতিতে দিনাজপুর জেলায় সরকারী বোরো সংগ্রহ অভিযান পুরোপুরি সফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিল মালিক জানান, যেভাবে ধানের দাম বেড়েছে, তাতে এই দামে ধান কিনে খাদ্য বিভাগের কাছে চাল সরবরাহ করতে লোকসান গুনতে হবে। এ জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হলেও অনেক মিল মালিক পুরোপুরি চাল দিতে না পারায় এখন রয়েছে সংশয়ের মধ্যে।
উল্লেখ্য, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় গত বোরো ও আমন মৌসুমে দিনাজপুর জেলায় সরকারী খাদ্য সংগ্রহ অভিযান সফল হয়নি। এবার সরকার চাল ও ধানের সংগ্রহ মূল্যবৃদ্ধি করলেও সংগ্রহ অভিযান পুরোপুরি সফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ।