মোঃ রেজাউল ইসলাম, রামপাল (বাগেরহাট)
রামপালে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। শনিবার সকালে উপজেলার পেড়িখালী বাজার এলাকায় দেড়’শ অসহায় ও দরিদ্র পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন নৌবাহিনীর কর্মকর্তারা। নৌবাহিনীর কমান্ডার ফ্রটিলা ওয়েস্ট ইউনিটের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে দেয়া হয়েছে জনপ্রতি ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, নগদ একশত টাকা, ২ প্যাকেট বিস্কুট, ৪ প্যাকেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাবার স্যালাইন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বর নিখিল মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের মেম্বর ইজারদার রুবেল, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর হাওলাদার আকবর হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বর মিনতি শীল, রাহিলা বেগম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এরশাদ হাকিম জুয়েল, গ্রাম পুলিশের সদস্যরা ও পেড়িখালী করোনা স্বেচ্ছাসেবী টিমের সদস্য অমিত মন্ডল প্রমুখ।