আলোর জগত ডেস্ক : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনকে বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে আজ ভোরে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অাজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২৬টি মামলায় অাদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
চাঁদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মিজাজুর রহমান এহসানুল হক মিলনকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।