মোঃ রেজাউল ইসলাম, রামপাল (বাগেরহাট)
করোনায় ক্ষতিগ্রস্ত দুস্ত পরিবারের মাঝে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নিজস্ব তহবিল থেকে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নের ১৫ শত পরিবারের মাঝে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।
এ ছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ ও করোনা রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স সেবা প্রদান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বেসরকারিভাবে নির্বাচিত বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহেল জানান, আমরা আমাদের সেবা কর্মসূচি প্রদান অব্যাহত রেখেছি।
সাংসদ তন্ময় এর প্রতিনিধি ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ বলেন, বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদান, দুস্ত পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদানে আমরা সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে কাজ করছি। এ জন্য তিনি অক্সিজেন ব্যাংক চালু করেছেন। তন্ময় ভাইয়ের নির্দেশনায় উপজেলার কোন মানুষ যাতে অনাহারে না থাকে সে জন্য আমরা সার্বক্ষণিক কার্যক্রম চালাচ্ছি। করোনার প্রকোপ না কমা পর্যন্ত আমাদের মিশন অব্যাহত থাকবে। #