ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বেনাপোল থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে সাতক্ষীরার র‌্যাব

মিহিরুজ্জামান , সাতক্ষীরা
যশোর জেলার বেনাপোলের বালুন্ডা থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেজর মোহাম্মদ শরীফুল আহসান এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামীর নাম মোঃ আলামিন হোসেন (২২)। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা উত্তরপাড়ার মোঃ আজিজুর রহমান মোড়লের ছেলে।র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়,একটি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা উত্তরপাড়ার জনৈক মনিরুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় উক্ত আসামীকে আটক করা হয়। তার কাছ থেকে ১ টি কালো রংয়ের লোহা সাদৃশ্য অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।যা ওয়ান শুটার গান নামে পরিচিত। ব্যারেল বাটসহ সর্বমোট দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। যার বডিতে ইংরেজিতে HATIM DIAMOND লেখা আছে। যা ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত। বাট ও ব্যারেলের উপর ঘসামাজার দাগ আছে এবং হ্যান্ড গ্রীপের দুই পাশে কালো ও সোনালী খোপ কাটা ছাপ।তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। মামলা নং-১৮, তারিখ ১৪/০৭/২০২১ ইং দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ সনের ১৯ এ ধারা।
Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বেনাপোল থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে সাতক্ষীরার র‌্যাব

আপডেট টাইম : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
মিহিরুজ্জামান , সাতক্ষীরা
যশোর জেলার বেনাপোলের বালুন্ডা থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেজর মোহাম্মদ শরীফুল আহসান এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামীর নাম মোঃ আলামিন হোসেন (২২)। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা উত্তরপাড়ার মোঃ আজিজুর রহমান মোড়লের ছেলে।র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়,একটি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা উত্তরপাড়ার জনৈক মনিরুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় উক্ত আসামীকে আটক করা হয়। তার কাছ থেকে ১ টি কালো রংয়ের লোহা সাদৃশ্য অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।যা ওয়ান শুটার গান নামে পরিচিত। ব্যারেল বাটসহ সর্বমোট দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। যার বডিতে ইংরেজিতে HATIM DIAMOND লেখা আছে। যা ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত। বাট ও ব্যারেলের উপর ঘসামাজার দাগ আছে এবং হ্যান্ড গ্রীপের দুই পাশে কালো ও সোনালী খোপ কাটা ছাপ।তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। মামলা নং-১৮, তারিখ ১৪/০৭/২০২১ ইং দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ সনের ১৯ এ ধারা।