ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় গাছের সাথে এ কেমন শত্রুতা দারে দারে ঘুরছে কৃষক

মিহিরুজ্জামান ,সাতক্ষীরা

 

সাতক্ষীরার পাটকেলঘাটার থানার বড় কাশিপুর গ্রামে দিনদুপুরে  এক কৃষকের ৩শতাধিক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে একদুর্বিত্তের বিরুদ্ধে।গত রবিবার বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় ৪লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ঐ কৃষক।  ঘটানার সুষ্ট  বিচার চেয়ে পাটকেলঘাটা  থানায় অভিযোগ করেও সুরাহ পায়নি বলে অভিযোগ করেন ঐ কৃষকের।সরজমিনে গেলে কাশিপুর গ্রামের  হাসেম শেখ, ইকবাল হোসেন,  শামীম শেখ, আনারুল ইসলাম সহ অনেকে জানায়, গতকাল সকালে একই এলাকার আব্দুর রহামান কে দা হাতে কুলবাগান থেকে বের হতে দেখি। অতপর ঘটনাস্থলে গিয়ে দেখি ঐ জমির প্রায় ৩শতাধিক কুল  গাছ কাটা পড়ে আছে। এরপর আমরা কুলগাছ কাটার বিষয় আব্দুর রহমান ও তার ভাই কাছে জানতে চাইলে তিনি আমাদের পড়ে  চড়াও হয়ে আমাদের হুমকি ধামকি প্রদর্শন দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ।
তারা আরও জানায়, আব্দুর রহমান ও তার ভাই  বিল্লাল হোসেন দূর্ধর্শ জামায়ত নেতা ।এলাকায় তাদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি। তাদের দাপটের  ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না।  এজন্য তারা বার বার অপরধা করেও পার পেয়ে যায়।গ্রাম্য  সমিতির লেনদের একটি বিষয় নিয়ে  দুই  পরিবারে আগে  থেকে  একটি শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে সবশেষে  জানান তারা।ভুক্তভোগী কৃষক আব্দুর ছালাম জানায়, আমি এ ঘটনায়  আব্দুর রহমানের বিরুদ্ধে  পাটকেলঘাটা থানায় অভিযোগ করেছি। পুলিশ এখন পর্যান্ত কোন কার্যকারী পদক্ষেপ নেয়নি তাই  বাধ্য হয়ে গনমাধ্যম কর্মীদের দারস্থ হয়েছি । বর্তমানে আমি  সর্বশান্ত হয়ে গেছি ।আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ট বিচারের দ্বাবী জানাই।বিষয়টি নিয়ে অভিযুক্ত ঐ দুই ব্যাক্তি সাথে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করলে, ঘটনার বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তারা।পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানায়, অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলেছে।  তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

সাতক্ষীরায় গাছের সাথে এ কেমন শত্রুতা দারে দারে ঘুরছে কৃষক

আপডেট টাইম : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

মিহিরুজ্জামান ,সাতক্ষীরা

 

সাতক্ষীরার পাটকেলঘাটার থানার বড় কাশিপুর গ্রামে দিনদুপুরে  এক কৃষকের ৩শতাধিক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে একদুর্বিত্তের বিরুদ্ধে।গত রবিবার বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় ৪লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ঐ কৃষক।  ঘটানার সুষ্ট  বিচার চেয়ে পাটকেলঘাটা  থানায় অভিযোগ করেও সুরাহ পায়নি বলে অভিযোগ করেন ঐ কৃষকের।সরজমিনে গেলে কাশিপুর গ্রামের  হাসেম শেখ, ইকবাল হোসেন,  শামীম শেখ, আনারুল ইসলাম সহ অনেকে জানায়, গতকাল সকালে একই এলাকার আব্দুর রহামান কে দা হাতে কুলবাগান থেকে বের হতে দেখি। অতপর ঘটনাস্থলে গিয়ে দেখি ঐ জমির প্রায় ৩শতাধিক কুল  গাছ কাটা পড়ে আছে। এরপর আমরা কুলগাছ কাটার বিষয় আব্দুর রহমান ও তার ভাই কাছে জানতে চাইলে তিনি আমাদের পড়ে  চড়াও হয়ে আমাদের হুমকি ধামকি প্রদর্শন দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ।
তারা আরও জানায়, আব্দুর রহমান ও তার ভাই  বিল্লাল হোসেন দূর্ধর্শ জামায়ত নেতা ।এলাকায় তাদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি। তাদের দাপটের  ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না।  এজন্য তারা বার বার অপরধা করেও পার পেয়ে যায়।গ্রাম্য  সমিতির লেনদের একটি বিষয় নিয়ে  দুই  পরিবারে আগে  থেকে  একটি শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে সবশেষে  জানান তারা।ভুক্তভোগী কৃষক আব্দুর ছালাম জানায়, আমি এ ঘটনায়  আব্দুর রহমানের বিরুদ্ধে  পাটকেলঘাটা থানায় অভিযোগ করেছি। পুলিশ এখন পর্যান্ত কোন কার্যকারী পদক্ষেপ নেয়নি তাই  বাধ্য হয়ে গনমাধ্যম কর্মীদের দারস্থ হয়েছি । বর্তমানে আমি  সর্বশান্ত হয়ে গেছি ।আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ট বিচারের দ্বাবী জানাই।বিষয়টি নিয়ে অভিযুক্ত ঐ দুই ব্যাক্তি সাথে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করলে, ঘটনার বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তারা।পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানায়, অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলেছে।  তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।