মিহিরুজ্জামান ,সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনির কাদাকাটিতে এক অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তিতে পাকাঘর নির্মাণ করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মৃত ফুলচাঁদ সরকারের পুত্র গোপাল সরকার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার কাদাকাটি ইউনিয়নের ঝিকরা মৌজায় ১.৬১ একর সম্পত্তি পিতার মৃত্যুর পর গোপাল সরকারসহ তাদের ৩ ভাইয়ের ভোগ দখলে রয়েছে। সম্প্রতি ওই জমির মধ্যে পার্শ্ববর্তী করচাখালী গ্রামের রামাকান্ত সরকার, নিশিকান্ত সরকার ও ডা: শ্রীপালি সরকার ছলচাতুরি করে গোপাল গংদের অজান্তে তাদের পাওনার অতিরিক্ত রেকর্ড করেছেন। তারাই জোর করে ঘর নির্মাণের চেষ্টা করছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন গোপাল সরকার।