>

বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

সাতক্ষীরার গোলাখালী সীমান্ত থেকে পাতার বিড়িসহ আটক ৩

সাতক্ষীরার গোলাখালী সীমান্ত থেকে পাতার বিড়িসহ আটক ৩

মিহিরুজ্জামান ,সাতক্ষীরা

 

সাতক্ষীরার শ্যামনগরে গোলাখালী সীমান্ত থেকে ১২ হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি সহ ৩ জনকে আটক করেছে কৈখালী কোষ্টগার্ড ।রবিবার গভীর রাতে কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার (পিও) ফুল মোহাম্মাদের নেতৃত্বে মুন্সীগঞ্জ ইউনিয়নের হেতালখালী গ্রাম থেকে ভারত সীমান্ত দিয়ে পাচার হওয়া ১২ হাজার প্যাকেট পাতার বিড়ি ও বহনকারী ৩ টি মোটর সাইকেল সহ ৩ জনকেআটক করেন । আটককারীরা হলো, বংশিপুর গ্রামের মঈনউদ্দীন ইসলামের পুত্র মোঃ এবাদুল ইসলাম (২৫), মজিদ গাজীর পুত্র ফারুক গাজী(২৬) হামজার গাজীর পুত্র জাহিদুল ইসলাম(২১)কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ-উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ সীমান্তে বিভিন্ন পাচারকারীর দল ভারত থেকে মালামাল পাচারের খবর গোপনে জানতে পেরে পূর্ব পরিকল্পনা মতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ হাজার প্যাকেট পাতার বিড়ি ও বহনকারী ৩ টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করা হয়েছে ৷জব্দকৃত মালামাল সহ আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর থানায় পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com