ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

সাতক্ষীরার সুন্দরবন থেকে ট্রলার সহ ৯ জেলেকে  আটক করেছে বনবিভাগ 

মিহিরুজ্জামান ,সাতক্ষীরা

 

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিমে সুন্দরবন কঠেস্বর বন অফিস সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে ট্রলার সহ ৯ জেলেকে আটক করেছেন বনবিভাগ। শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসানের নেতৃত্বে সদস্যরা মাছ ভর্তি ট্রলারসহ জেলেদের আটক করে।আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ছাকাত শেখের ছেলে শাহ আলম এবং একই এলাকার রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, আজিজ খা’র ছেলে ছামাদ খা, রফিকুল গাজীর ছেলে তরিকুল, সামছুর শেখের ছেলে নুরে আলম, মোকাম শেখের ছেলে রবিউল, হযরত শেখের ছেলে হেলাল শেখ, মান্দার শেখের ছেলে হযরত শেখ ও জুব্বার গাজীর ছেলে শহিদুল গাজী।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রজনন মৌসুমে সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চলে অবৈধভাবে মাছ ধরার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৫লাখ টাকা মূল্যের ১টি ট্রলার ও ৫০হাজার টাকার ১২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।এদিকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে সুন্দরবন হতে কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ কেটে পাচার করার সময় জব্দ করেছেন, কৈখালী বনষ্টেশন অফিসের সদস্যরা। শুক্রবার ভোর ৬টার দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের চকবার খাল এলাকা হতে নৌকা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করে। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে ২টি নৌকা সহ ২শতাধিক মন গরান কাঠ উদ্ধার করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

সাতক্ষীরার সুন্দরবন থেকে ট্রলার সহ ৯ জেলেকে  আটক করেছে বনবিভাগ 

আপডেট টাইম : ০৮:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

মিহিরুজ্জামান ,সাতক্ষীরা

 

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিমে সুন্দরবন কঠেস্বর বন অফিস সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে ট্রলার সহ ৯ জেলেকে আটক করেছেন বনবিভাগ। শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসানের নেতৃত্বে সদস্যরা মাছ ভর্তি ট্রলারসহ জেলেদের আটক করে।আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ছাকাত শেখের ছেলে শাহ আলম এবং একই এলাকার রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, আজিজ খা’র ছেলে ছামাদ খা, রফিকুল গাজীর ছেলে তরিকুল, সামছুর শেখের ছেলে নুরে আলম, মোকাম শেখের ছেলে রবিউল, হযরত শেখের ছেলে হেলাল শেখ, মান্দার শেখের ছেলে হযরত শেখ ও জুব্বার গাজীর ছেলে শহিদুল গাজী।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রজনন মৌসুমে সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চলে অবৈধভাবে মাছ ধরার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৫লাখ টাকা মূল্যের ১টি ট্রলার ও ৫০হাজার টাকার ১২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।এদিকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে সুন্দরবন হতে কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ কেটে পাচার করার সময় জব্দ করেছেন, কৈখালী বনষ্টেশন অফিসের সদস্যরা। শুক্রবার ভোর ৬টার দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের চকবার খাল এলাকা হতে নৌকা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করে। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে ২টি নৌকা সহ ২শতাধিক মন গরান কাঠ উদ্ধার করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।