ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

দিনাজপুরে কোরবানীর পশু বেচা-কেনা নিয়ে অশ্চিয়তায় খামারীরা \ অনলাইন কার্যক্রম শুরু

মোঃ আব্দুল আজিম, দিনাজপুর

 

মহামারী করোনার কারণে দিনাজপুরে ৫৮ হাজার পশু খামারের মালিকরা কোরবানীর কেনা-বেচা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবে অনলাইনের মাধ্যমে কোরবানী হাটের পশু বেচা-কেনায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ গ্রহণ করেছে।
দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা জানান, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৫৮ হাজার পশু খামারের মালিকরা তাদের কোরবানীর পশু নিয়ে দারুন দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন। করোনার কারণে সরকার আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষনা করায় কোরবানীর পশুর হাটের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। সেজন্য এবার জেলায় ৫৯টি বড় ধরনের কোরবানীর পশুর হাট বসছে না। কোরবানী পশু কেনা-বেচার জন্য হাটে যাওয়া সম্ভব না হওয়ায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসন কার্যালয়ে ডিজিটাল পদ্ধতি এ্যাপস ব্যবহারে জেলা প্রশাসক ও প্রাণীসম্পদ দপ্তরের ১৪টি অনলাইন পদ্ধতি চালু রেখেছেন। ওই অনলাইন পদ্ধতির এ্যাপস ব্যবহারে জেলা প্রশাসন পশুর হাট খোলার ব্যবস্থা গ্রহন করেছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, করোনার কারণে গতবারের ন্যায় এবারও অনলাইন হাটের মাধ্যমে পশু কেনা-বেচার ব্যবস্থা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞার জন্য বসছে না খোলা জায়গায় কোরবানীর পশুর হাট। তিনি বলেন, ১৩টি উপজেলায় অনলাইন পশুর হাটের মাধ্যমে কেনা-বেচা শুরু হয়েছে। গত সোমবার পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার কোরবানীর পশু বিক্রি হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।
প্রাণিসম্পদ বিভাগের সরাসরি তত্ত¡াবধানে অনলাইন পশুর হাট চালু হওয়ায় ক্রেতারা তাদের পছন্দের কোরবানীর পশু কিনতে পারবেন। এখানে কোনভাবে প্রতারিত হওয়ার সুযোগ নেই। পশু খামারীদের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুর ছবিসহ ওজন ও দাম উল্লেখপূর্বক মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। আগ্রহী ক্রেতারা এসব অনলাইনের মাধ্যমে মোবাইলে যোগাযোগ করে ঘরে বসেই তাদের পছন্দের কোরবানীর পশু কিনছেন।
সুত্রটি জানায়, চলতি বছর জেলায় ১৩টি উপজেলায় কোরবানীর জন্য ৫৮ হাজার খামারে প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৮৩টি পশু। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ২১৬টি গরু ও ৭৪ হাজার ৫৬৭টি ছাগল ও ভেড়া। জেলায় এবার কোরবানীর চাহিদা রয়েছে ৯১ হাজার ১২৭টি গরু ও ৫৩ হাজার ১৪১টি ছাগল ও ভেড়া। জেলার কোরবানীর চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থাকছে প্রায় ৫৫ হাজার গরু ও ছাগল। দেশে রেলওয়ে করোনার জন্য অন্যান্য প্রান্তে কোরবানীর পশু পাঠাতে “ক্যাটেল ট্রেন সার্ভিস” চালু করেছে। তাই ভালো দাম পাওয়ার জন্য খামারীরা ট্রেনের মাধ্যমে অন্য জায়গায়ও তাদের কোরবানীর পশু ক্রেতাদের কাছে পৌছে দিতে পারবেন। উল্লেখ্য গত বছর অনলাইনের মাধ্যমে জেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার কোরবানীর পশু কেনা-বেচা হয়।

দিনাজপুর হাবিপ্রবির ১০ হাজার শিক্ষার্থী করোনা টিকা দেয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী করোনার টিকা দেয়ার জন্য তাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইনে এ্যাপস এর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
দিনাজপুর হাবিপ্রবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. ইমরান পারভেজ জানান, হাবিপ্রবির শিক্ষার্থীদের করোনা মুক্ত রাখতে গত মার্চ মাসে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একপত্র দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর এনআইডি নাম্বার ও পূর্নাঙ্গ তথ্য অনলাইনে প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়।
তিনি জানান, ওই পত্র অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর পুনরায় এনআইডি নাম্বার সহ পূর্নাঙ্গ ঠিকানা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অবস্থান সহ গত সোমবার পর্যন্ত তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। ০৭ জুলাই (আজ বুধবার) হাবিপ্রবির প্রায় ১০ হাজার শিক্ষার্থীর টিকা কার্যক্রম প্রদানের জন্য তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হবে।
হাবিপ্রবির ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামান এর সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে তিনি গত শনিবার হাবিপ্রবির ডীন ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে তিনি শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয় গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকল তথ্য সহ তালিকা প্রস্তুতের জন্য হাবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ডাঃ ফজলুল হকের নেতৃত্বে একটি কমিটি করেছেন। ওই কমিটি কাজ করছেন আগামী সপ্তাহে টিকা দেয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই ভয়াবহ করোনা পরিস্থিতির কারনে পবিত্র ঈদ উল আযহার পর থেকে অনলাইনে বন্ধ থাকা পরীক্ষাগুলো নেয়া হবে বলে জানান। তিনি বলেন, পরীক্ষা গ্রহনের জন্য গত শনিবারে অনুষ্ঠিত বৈঠকে সব বিভাগের ডীনদের নির্দেশনা দেয়া হয়েছে।

দিনাজপুরে খালি নেই আইসিইউ ও এইচডিইউ শয্যা \ কমছে না করোনার উর্ধ্বগতি
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি \ সীমান্ত জেলায় দিনাজপুরে করোনার উর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। নতুন করে আক্রান্ত ১৮৩ জন ও করোনার ছোবলে নতুন করে ২ জন মৃত্যু বরণ করেছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, ৮ জুলাই থেকে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলাতে নতুন করে সর্বনি¤œ ৩৫ বছর বয়স পর্যন্ত সব ধরনের জন সাধারণকে করোনার টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে। এ ধরনের নির্দেশনা তাকে মৌখিক ভাবে দেয়া হয়েছে। ৭ জুলাই এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা দেয়ার বিষয় ও কত বছর বয়স পর্যন্ত জনসাধারণ টিকার জন্য রেজিষ্ট্রেশন সে বিষয়ে সঠিক নির্দেশনা পত্র পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যেই সব বয়সের জনসাধারণকে টিকার আওতায় নেয়ার জন্য সরকারী নির্দেশনা স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি গ্রহন করেছে।
তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে তাদেরকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে টিকা দেয়ার কার্যক্রম আজ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু করা হয়েছে। আজ শিক্ষার্থীদের টিকা দেয়া কার্যক্রম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে সকাল ৯ টা থেকে টিকা দেয়া শুরু হয়েছে।
এদিকে তিনি জানান, সীমান্ত জেলা দিনাজপুরে কঠোর লকডাউনের মধ্যেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনার উর্ধ্বমুখি সংক্রমণ। গত ২৪ ঘন্টায় গতকাল মঙ্গলবার ৫২০ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। দিনাজপুর সদর ও বিরামপুর উপজেলায় মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১৮৩ জন হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত ২ হাজার ৭২০ জন সক্রিয় রোগীর মধ্যে ২ হাজার ৬০৩ জন হোম আইসোলেশনে ও ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫৩৭ জনের। আক্রান্ত করোনা রোগীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৬৩৪ জন। হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বেড়েই চলছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য নির্ধারিত ১০০টি শয্যার বিপরীতে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৩৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউ এবং এইচডিও’র সকল শয্যা রোগী দ্বারা পূর্ণ হয়েছে।

দিনাজপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর সদস্যরা মতবিনিময় করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুলিশ লাইনস হলরুমে জেলার কো-অডিনেটর মেজর ইমরান সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করেন। এ সময় সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নিঝর, অতিরিক্ত পুলিশ সুপার সচীন চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেজর ইমরান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে মাঠে সেনাবাহিনীর সদস্যরা জনসচেতনতার জন্য সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা বিষয় ঘরে থাকতে উদ্বুদ্ধ করন কাজ করে যাচ্ছে। এর বাইরে সেনা প্রধানের নির্দেশে সেনাদের খাদ্যের টাকা বাচিয়ে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বলে তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়।
আগামী ১০ জুলাই দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন জায়গায় সেনা বাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হবে। এই জেলাটি বেশীভাগ অংশই সীমান্তবর্তী এলাকা হওয়ায় সদর উপজেলায় করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করেছে। এ ছাড়াও জেলার সীমান্তবর্তী ৭টি উপজেলায় অবৈশ অনুপ্রবেশের কারনে ভারতীয় করোনা ভাইরাসের ডেল্টা সহজেই এই জেলায় প্রবেশ করে সব ধরনের মানুষ করোনায় সংক্রমন ও আক্রান্ত হচ্ছে বলে তারা নিশ্চিত হয়েছেন। জেলা প্রশাসনের অনুরোধ দিনাজপুর সদর উপজেলায় সেনা বাহিনীর অতিরিক্ত একটি টিম আজ মঙ্গলবার সকাল থেকে মাঠে জনসতেনতায় প্রচারণা চালিয়ে কাজ করছে।
তারা বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনসাধারণকে সরকার ঘোষিত লকডাউন চলাকালে ঘরে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের বিষয় সজাগ করতে আহবানজানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

দিনাজপুরে কোরবানীর পশু বেচা-কেনা নিয়ে অশ্চিয়তায় খামারীরা \ অনলাইন কার্যক্রম শুরু

আপডেট টাইম : ১০:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

মোঃ আব্দুল আজিম, দিনাজপুর

 

মহামারী করোনার কারণে দিনাজপুরে ৫৮ হাজার পশু খামারের মালিকরা কোরবানীর কেনা-বেচা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবে অনলাইনের মাধ্যমে কোরবানী হাটের পশু বেচা-কেনায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ গ্রহণ করেছে।
দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা জানান, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৫৮ হাজার পশু খামারের মালিকরা তাদের কোরবানীর পশু নিয়ে দারুন দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন। করোনার কারণে সরকার আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষনা করায় কোরবানীর পশুর হাটের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। সেজন্য এবার জেলায় ৫৯টি বড় ধরনের কোরবানীর পশুর হাট বসছে না। কোরবানী পশু কেনা-বেচার জন্য হাটে যাওয়া সম্ভব না হওয়ায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসন কার্যালয়ে ডিজিটাল পদ্ধতি এ্যাপস ব্যবহারে জেলা প্রশাসক ও প্রাণীসম্পদ দপ্তরের ১৪টি অনলাইন পদ্ধতি চালু রেখেছেন। ওই অনলাইন পদ্ধতির এ্যাপস ব্যবহারে জেলা প্রশাসন পশুর হাট খোলার ব্যবস্থা গ্রহন করেছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, করোনার কারণে গতবারের ন্যায় এবারও অনলাইন হাটের মাধ্যমে পশু কেনা-বেচার ব্যবস্থা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞার জন্য বসছে না খোলা জায়গায় কোরবানীর পশুর হাট। তিনি বলেন, ১৩টি উপজেলায় অনলাইন পশুর হাটের মাধ্যমে কেনা-বেচা শুরু হয়েছে। গত সোমবার পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার কোরবানীর পশু বিক্রি হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।
প্রাণিসম্পদ বিভাগের সরাসরি তত্ত¡াবধানে অনলাইন পশুর হাট চালু হওয়ায় ক্রেতারা তাদের পছন্দের কোরবানীর পশু কিনতে পারবেন। এখানে কোনভাবে প্রতারিত হওয়ার সুযোগ নেই। পশু খামারীদের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুর ছবিসহ ওজন ও দাম উল্লেখপূর্বক মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। আগ্রহী ক্রেতারা এসব অনলাইনের মাধ্যমে মোবাইলে যোগাযোগ করে ঘরে বসেই তাদের পছন্দের কোরবানীর পশু কিনছেন।
সুত্রটি জানায়, চলতি বছর জেলায় ১৩টি উপজেলায় কোরবানীর জন্য ৫৮ হাজার খামারে প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৮৩টি পশু। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ২১৬টি গরু ও ৭৪ হাজার ৫৬৭টি ছাগল ও ভেড়া। জেলায় এবার কোরবানীর চাহিদা রয়েছে ৯১ হাজার ১২৭টি গরু ও ৫৩ হাজার ১৪১টি ছাগল ও ভেড়া। জেলার কোরবানীর চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থাকছে প্রায় ৫৫ হাজার গরু ও ছাগল। দেশে রেলওয়ে করোনার জন্য অন্যান্য প্রান্তে কোরবানীর পশু পাঠাতে “ক্যাটেল ট্রেন সার্ভিস” চালু করেছে। তাই ভালো দাম পাওয়ার জন্য খামারীরা ট্রেনের মাধ্যমে অন্য জায়গায়ও তাদের কোরবানীর পশু ক্রেতাদের কাছে পৌছে দিতে পারবেন। উল্লেখ্য গত বছর অনলাইনের মাধ্যমে জেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার কোরবানীর পশু কেনা-বেচা হয়।

দিনাজপুর হাবিপ্রবির ১০ হাজার শিক্ষার্থী করোনা টিকা দেয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী করোনার টিকা দেয়ার জন্য তাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইনে এ্যাপস এর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
দিনাজপুর হাবিপ্রবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. ইমরান পারভেজ জানান, হাবিপ্রবির শিক্ষার্থীদের করোনা মুক্ত রাখতে গত মার্চ মাসে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একপত্র দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর এনআইডি নাম্বার ও পূর্নাঙ্গ তথ্য অনলাইনে প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়।
তিনি জানান, ওই পত্র অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর পুনরায় এনআইডি নাম্বার সহ পূর্নাঙ্গ ঠিকানা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অবস্থান সহ গত সোমবার পর্যন্ত তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। ০৭ জুলাই (আজ বুধবার) হাবিপ্রবির প্রায় ১০ হাজার শিক্ষার্থীর টিকা কার্যক্রম প্রদানের জন্য তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হবে।
হাবিপ্রবির ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামান এর সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে তিনি গত শনিবার হাবিপ্রবির ডীন ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে তিনি শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয় গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকল তথ্য সহ তালিকা প্রস্তুতের জন্য হাবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ডাঃ ফজলুল হকের নেতৃত্বে একটি কমিটি করেছেন। ওই কমিটি কাজ করছেন আগামী সপ্তাহে টিকা দেয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই ভয়াবহ করোনা পরিস্থিতির কারনে পবিত্র ঈদ উল আযহার পর থেকে অনলাইনে বন্ধ থাকা পরীক্ষাগুলো নেয়া হবে বলে জানান। তিনি বলেন, পরীক্ষা গ্রহনের জন্য গত শনিবারে অনুষ্ঠিত বৈঠকে সব বিভাগের ডীনদের নির্দেশনা দেয়া হয়েছে।

দিনাজপুরে খালি নেই আইসিইউ ও এইচডিইউ শয্যা \ কমছে না করোনার উর্ধ্বগতি
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি \ সীমান্ত জেলায় দিনাজপুরে করোনার উর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। নতুন করে আক্রান্ত ১৮৩ জন ও করোনার ছোবলে নতুন করে ২ জন মৃত্যু বরণ করেছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, ৮ জুলাই থেকে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলাতে নতুন করে সর্বনি¤œ ৩৫ বছর বয়স পর্যন্ত সব ধরনের জন সাধারণকে করোনার টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে। এ ধরনের নির্দেশনা তাকে মৌখিক ভাবে দেয়া হয়েছে। ৭ জুলাই এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা দেয়ার বিষয় ও কত বছর বয়স পর্যন্ত জনসাধারণ টিকার জন্য রেজিষ্ট্রেশন সে বিষয়ে সঠিক নির্দেশনা পত্র পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যেই সব বয়সের জনসাধারণকে টিকার আওতায় নেয়ার জন্য সরকারী নির্দেশনা স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি গ্রহন করেছে।
তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে তাদেরকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে টিকা দেয়ার কার্যক্রম আজ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু করা হয়েছে। আজ শিক্ষার্থীদের টিকা দেয়া কার্যক্রম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে সকাল ৯ টা থেকে টিকা দেয়া শুরু হয়েছে।
এদিকে তিনি জানান, সীমান্ত জেলা দিনাজপুরে কঠোর লকডাউনের মধ্যেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনার উর্ধ্বমুখি সংক্রমণ। গত ২৪ ঘন্টায় গতকাল মঙ্গলবার ৫২০ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। দিনাজপুর সদর ও বিরামপুর উপজেলায় মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১৮৩ জন হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত ২ হাজার ৭২০ জন সক্রিয় রোগীর মধ্যে ২ হাজার ৬০৩ জন হোম আইসোলেশনে ও ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫৩৭ জনের। আক্রান্ত করোনা রোগীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৬৩৪ জন। হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বেড়েই চলছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য নির্ধারিত ১০০টি শয্যার বিপরীতে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৩৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউ এবং এইচডিও’র সকল শয্যা রোগী দ্বারা পূর্ণ হয়েছে।

দিনাজপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর সদস্যরা মতবিনিময় করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুলিশ লাইনস হলরুমে জেলার কো-অডিনেটর মেজর ইমরান সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করেন। এ সময় সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নিঝর, অতিরিক্ত পুলিশ সুপার সচীন চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেজর ইমরান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে মাঠে সেনাবাহিনীর সদস্যরা জনসচেতনতার জন্য সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা বিষয় ঘরে থাকতে উদ্বুদ্ধ করন কাজ করে যাচ্ছে। এর বাইরে সেনা প্রধানের নির্দেশে সেনাদের খাদ্যের টাকা বাচিয়ে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বলে তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়।
আগামী ১০ জুলাই দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন জায়গায় সেনা বাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হবে। এই জেলাটি বেশীভাগ অংশই সীমান্তবর্তী এলাকা হওয়ায় সদর উপজেলায় করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করেছে। এ ছাড়াও জেলার সীমান্তবর্তী ৭টি উপজেলায় অবৈশ অনুপ্রবেশের কারনে ভারতীয় করোনা ভাইরাসের ডেল্টা সহজেই এই জেলায় প্রবেশ করে সব ধরনের মানুষ করোনায় সংক্রমন ও আক্রান্ত হচ্ছে বলে তারা নিশ্চিত হয়েছেন। জেলা প্রশাসনের অনুরোধ দিনাজপুর সদর উপজেলায় সেনা বাহিনীর অতিরিক্ত একটি টিম আজ মঙ্গলবার সকাল থেকে মাঠে জনসতেনতায় প্রচারণা চালিয়ে কাজ করছে।
তারা বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনসাধারণকে সরকার ঘোষিত লকডাউন চলাকালে ঘরে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের বিষয় সজাগ করতে আহবানজানানো হয়।