এনামুল কবীর এনাম, নওগাঁ
নওগাঁ জেলায় ভিন্ন তার হোক, অভিন্ন তার এক সাংবাদিক সংস্থা বদলগাছী , কার্য্য নির্বাহী কমিটি গঠনে ,সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। জানা যায় বদলগাছী উপজেলায় প্রবীণ ও নবীন সাংবাদিক মিলিয়ে সাংবাদিক সংস্থা বদলগাছী আত্ম্য প্রকাশ গত কাল বদলগাছী ডাক বাংলোর পুর্ব পার্শে শুভমোহল মার্কেটে বৈকাল তিন ঘটিকায় সাংবাদিক শহিদুল ইসলামের আহ্বানে এবং সাংবাদিক ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রবীণ ও নবীন সাংবাদিক যৌথ দীর্ঘ সময় আলোচনা ও পর্যালোচনা অন্তে সাংবাদিক সংস্থা বদলগাছীত আত্ম্যপ্রকাশ ঘটলো। দীর্ঘ আলোচনা অন্তে সাংবাদিক শহিদুল ইসলামের প্রস্তাবে সকল সাংবাদিক ভাইদের সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়াজেদ আলী কে সভাপতি, পিন্টু হোসেনের প্রস্তাবে ও সকল সাংবাদিক ভাইদের সমর্থনে মোঃ শহিদুল ইসলাম দৈনিক দেশের কন্ঠ কে সাধারণ সম্পাদক, হিসেবে ১৭সদস্য কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক জাগরনের প্রতিনিধি আহসান হাবীব শিবলু কে সিনিয়র সহ-সভাপতি। , দৈনিক আলোকিত (৭১) সংবাদ প্রতিনিধি এনামুল কবীর এনাম কে সহ সভাপতি। ,আবু রায়হান কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ বার্তা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক, । বাংলাদেশ সময় আশরাফুল ইসলাম কে দপ্তর সম্পাদক, মোঃ ফিরোজ হোসেন কে অর্থ বিষয়ক সম্পাদক, ফারুক হোসেন কে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পিন্টু হোসেন কে ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রহমতুল্লাহ আশিক, গোলাম সারোয়ার,ও আবু হোসেন কে কার্য নির্বাহী সদস্য সহ মোট ১৭সদস্য কার্য নির্বাহী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিভন্ন তা হোক অভিন্ন তার এক সাংবাদিক সংস্থা বদলগাছী। হ্নদয় কথা বলুক মনতা শুনুক প্রতিষ্ঠিত হোক মানবতার কল্যাণে জীবন।