জুলকার নাইন, চাঁপাইনবাবগঞ্জ ::
মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সারাদেশে একযোগে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলম কক্ষে উপজেলা নির্বাহি অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী খান উপজেলা যুবলীগ সভাপতি রাশিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি কাউসার আহমেদ সাগর প্রমুখ। উল্লেখ্য ৩০০ টি বাড়ির মধ্যে ১৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ জমির দলিল হস্তান্তর করা হয়। অবশিষ্ট বাড়িগুলো নির্মানাধীন রয়েছে বলে জানা যায়।