নূর মোহাম্মদ ইয়ন,গফরগাঁও : মুজিববর্ষ উপলক্ষে দেশব্যপী এক যোগে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে (২য় পর্যায়ে) জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর অংশ হিসেবে রবিবার (২০জুন) ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ২য় পর্যায়ে উপকারভোগী ৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারমান আশরাফ উদ্দিন বাদল।
গফরগাঁও ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) কাবেরী রায়, উপজেলা ভাইস্ চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস্ চেয়ারম্যান রেশমা আক্তার, পৌরসভা আওয়ামীলী সভাপতি ও সাধারন সম্পাদক আব্দুল হালিম মানিক ও মতিউর রহমান বাবুল,সালটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজমুল হক ,লংগাইর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন বিপ্লব ইউনিয়ন সহ গফরগাঁও উপজেলা সকল দপ্তরের প্রধান কর্মকর্তা বৃদ্ধ,শিক্ষক,ইমাম,সাংবাদিক ও সমাজের সূধীমহল প্রমূখ।