স্পোর্টস ডেস্ক : হ্যারিস সেফেরোভিচের হ্যাটট্রিকে বেলজিয়ামকে উড়িয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। সোমবার গ্রুপপর্যায়ের এই ম্যাচে দলটি জয় পেয়েছে ৫-২ গোলে। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও এই বড় ব্যবধানে হারতে হয়েছে বেলজিয়ানদের। তাই সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে কপাল পুড়েছে তাদের। অথচ ম্যাচের শুরুতে বেলজিয়াম ছিল অপ্রতিরোধ্য। ১৭ মিনিটের ভেতর থোর্গান হ্যাজার্ড দুই গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন।
এরপর ২৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইসদের ম্যাচে ফেরার সম্ভাবনা জোরাল করেন রড্রিগেজ। দলটি ঘুরে দাঁড়ায় সেফেরোভিচের হ্যাটট্রিকে। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। অন্য গোলটি নিকো এলভেডির।
চার ম্যাচ শেষে তিনটি করে জয়ে বেলজিয়াম ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৯ করে। তবে মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইসরা। কোনো পয়েন্ট না পাওয়া আইসল্যান্ডের আগেই ‘বি’ লিগে অবনমন হয়।