ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মাননিয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর কাজ শেষ না হতেই ধুষে পড়ল।

এনামুল কবীর,  নওগাঁ জেলা

 

এনাম বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের জিউল গ্ৰামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ইটের ঘর তৈরি শেষ না হতেই ধুষে পড়ল। জানা যায় বদলগাছী সদর ইউনিয়নের জিউল গ্ৰামের ক্ষুদ্র নৃগোষ্ঠী জিতেন্দ্র নাথ পাহানের ছেলে বিকাশ পাহান ও আকাশ পাহানের ঘড় মহাদেব পুরের মিস্ত্রি সুমন ঘর দুই টি নির্মাণ কাজ শুরু করেন। বিকাশ পাহান জানান ঠিকাদার ও মিস্ত্রি ৮হাজার ৩নং ইট ও নিম্ন মানের বিট বালু নিয়ে আসে। এবং নজিপুরের মোটা বালি ও দুই হাজার ৩ নং ইট আমাদের নিকট থেকে ক্রয় করে নেন।এমনকি ভীট খননের কাজে ও সহযোগিতা গ্ৰহন করেছেন। বিকাশ পাহান ও আকাশ পাহান জানান নিম্নমানের ইট ,বালি ও সিমেন্ট কম দেওয়ার কারণে ঘড় তৈরির কাজ সমাপ্ত না হতেই ধুষে পড়ল। এবিষয়ে মিস্ত্রি সুমনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মোবাইল ধরেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন আমি কিছুই জানি না। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের ফোনে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোন টি ব্যাস্থ দেখা যায়। স্থানীয় স্বচেতন মহল জানান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সঠিক ব্যাবস্থাপনার বড় অভাব। জাতীয় যুব সংহতির নেতারা বলেন সরকারের বরাদ্ধের অর্থ আওয়ামী লীগের নেতাদের সঠিক তদন্ত কমিটি না থাকায় আত্ম্যসাত হচ্ছে । জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি জেলা ও উপজেলা নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর ব্যবস্থা কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মাননিয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর কাজ শেষ না হতেই ধুষে পড়ল।

আপডেট টাইম : ১২:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

এনামুল কবীর,  নওগাঁ জেলা

 

এনাম বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের জিউল গ্ৰামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ইটের ঘর তৈরি শেষ না হতেই ধুষে পড়ল। জানা যায় বদলগাছী সদর ইউনিয়নের জিউল গ্ৰামের ক্ষুদ্র নৃগোষ্ঠী জিতেন্দ্র নাথ পাহানের ছেলে বিকাশ পাহান ও আকাশ পাহানের ঘড় মহাদেব পুরের মিস্ত্রি সুমন ঘর দুই টি নির্মাণ কাজ শুরু করেন। বিকাশ পাহান জানান ঠিকাদার ও মিস্ত্রি ৮হাজার ৩নং ইট ও নিম্ন মানের বিট বালু নিয়ে আসে। এবং নজিপুরের মোটা বালি ও দুই হাজার ৩ নং ইট আমাদের নিকট থেকে ক্রয় করে নেন।এমনকি ভীট খননের কাজে ও সহযোগিতা গ্ৰহন করেছেন। বিকাশ পাহান ও আকাশ পাহান জানান নিম্নমানের ইট ,বালি ও সিমেন্ট কম দেওয়ার কারণে ঘড় তৈরির কাজ সমাপ্ত না হতেই ধুষে পড়ল। এবিষয়ে মিস্ত্রি সুমনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মোবাইল ধরেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন আমি কিছুই জানি না। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের ফোনে কথা বলার চেষ্টা করলে মোবাইল ফোন টি ব্যাস্থ দেখা যায়। স্থানীয় স্বচেতন মহল জানান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সঠিক ব্যাবস্থাপনার বড় অভাব। জাতীয় যুব সংহতির নেতারা বলেন সরকারের বরাদ্ধের অর্থ আওয়ামী লীগের নেতাদের সঠিক তদন্ত কমিটি না থাকায় আত্ম্যসাত হচ্ছে । জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি জেলা ও উপজেলা নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর ব্যবস্থা কামনা করেছেন।