জুলকার নাইন, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ফারজানা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলার আলিশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আ: রহমানের মেয়ে।
নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউপি সদস্য আব্দুস সাত্তার মৃত কিশোরীর স্বজনদের বরাত দিয়ে জানান, বিকাল আনুমানিক ৪ টার দিকে বৃষ্টির আগে মাঠের মধ্যে চরণ করা রাজ হাঁস আনতে গিয়ে ধেয়ে আসা কালো মেঘের গর্জনে হঠাৎ বিকট শব্দের বজ্রপাতে মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও তার পরিবার জানতে পারে বজ্রপাতে ফারজানা মারা গেছে।
Attachments area