মেহেরপুর প্রতিনিধিঃ
বেসরকারী ব্যাংক আইএফআইসি এর গাংনী উপশাখার উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরের গাংনী শহরের কাথুলী মোড়ে এ উপশাখার উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, গাংনী পৌরমেয়র আহম্মেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ি আলফাজ উদ্দীন ও গাংনী থানার ওসি বজলুর রহমান।
সভাপতি ও আইএফআইস ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমান বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এ ব্যাংক গ্রাহকদের সুবিধা প্রদান করবে। সকল ধরণের হিসাবের গ্রাহকগনের হিসাব খোলার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ কর্তন করবে না। বরং প্রতিটি হিসাবের অনুকুলে রাখা টাকার লাভ্যংশ দেয়া হবে। স্বল্প সুদে দেয়া হবে গৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মানের ঋণ। তাছাড়াও অত্র এলাকার ব্যবসা বাণিজ্য গতিশীল করার ক্ষেত্রে এ ব্যাংক অগ্রণী ভ‚মিকা রাখবে।