ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

করোনায় মৃতের সংখ্যা গোপন করছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু সংখ্যার সাথে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো মৃতের তথ্যের সংখ্যার সাথে মিল থাকছে না। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে মৃতের সংখ্যা কম দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যের ভিত্তিতেই প্রতিদিন শনাক্ত ও মৃতের সংখ্যা দেয়।

অথচ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে মৃতের সংখ্যা হাসপাতালের মৃত্যুর হার অনুযায়ী বেশি হওয়ার কথা। কারণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের তথ্যই দিতে পারে। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিভিল সার্জন অফিসের মাধ্যমে হাসপাতালে মৃত ছাড়াও যেকোন জেলার সদর হাসপাতাল কিংবা বাড়িতে থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের তথ্যও সংগ্রহ করে দিতে হয়।

এইজন্য হাসপাতালে মৃতদের সংখ্যা অনুযায়ী জেলার তথ্যেও বেশি মৃতের সংখ্যা থাকা উচিত। অথচ ঘটছে তার উল্টো। গত ১২ দিনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো মৃতের সংখ্যা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতােেল করোনায় মৃত ১১ জনের তথ্য বেশি পাওয়া গেছে। অর্থ্যা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে ১১ জন মৃতের সংখ্যা কম পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত এই ১২ দিনে করোনার উপসর্গ ও করোনা নিয়ে মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর মধ্যে রাজশাহীতে করোনায় মারা গেছেন ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নাটোরে ৫ জন, নওগাঁয় ৪ জন, পাবনায় ২ জন ও সিরাজগঞ্জে এক জন করোনায় মারা গেছেন।

অথচ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তথ্যে এই ১২ দিনে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ৫৩ জন। অর্থাৎ হাসপাতাল থেকে ১১ জন মৃতের সংখ্যা কম পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী থেকে মৃতের সংখ্যা দেওয়া হয়েছে ১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮ জন, নাটোরে ৬ জন ও নওগাঁয় ৭ জন মৃত দেখানো হয়েছে। যেমন গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহী, নাটোর, পাবনা ও নওগায় একজন করে মারা গেছে। অথচ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তথ্যে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, নওগাঁ ও নাটোর থেকে কোনো মৃত্যু দেখানো হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে শুধু দুইজন মৃত্যু দেখানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, আমরা করোনায় মৃতের সব তথ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে শুরু করে সিভিল সার্জন কার্যালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরসহ সব জায়গায় পাঠানো হয়। ফলে তারা কেন মৃতের সংখ্যা কম দিচ্ছে তা বলতে পারছি না।

রাজশাহীর সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার জানান, সিভিল সার্জন অফিসের কাজ হাসপাতালে কেউ মারা গেলে সেই তথ্য দিবেই। আবার বাড়িতে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানেই হোক না কেন জেলার মধ্যে করোনায় কেউ মারা গেলে তার তথ্যও স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়। আমার মনে হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মৃতের সংখ্যা বাড়িয়ে বলছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: হাবিবুল আহসান তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরীকে বেশ কয়েকবার ফোন দিলেও তারা ফোন ধরেন নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

করোনায় মৃতের সংখ্যা গোপন করছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়

আপডেট টাইম : ১১:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু সংখ্যার সাথে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো মৃতের তথ্যের সংখ্যার সাথে মিল থাকছে না। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে মৃতের সংখ্যা কম দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যের ভিত্তিতেই প্রতিদিন শনাক্ত ও মৃতের সংখ্যা দেয়।

অথচ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে মৃতের সংখ্যা হাসপাতালের মৃত্যুর হার অনুযায়ী বেশি হওয়ার কথা। কারণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের তথ্যই দিতে পারে। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিভিল সার্জন অফিসের মাধ্যমে হাসপাতালে মৃত ছাড়াও যেকোন জেলার সদর হাসপাতাল কিংবা বাড়িতে থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের তথ্যও সংগ্রহ করে দিতে হয়।

এইজন্য হাসপাতালে মৃতদের সংখ্যা অনুযায়ী জেলার তথ্যেও বেশি মৃতের সংখ্যা থাকা উচিত। অথচ ঘটছে তার উল্টো। গত ১২ দিনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো মৃতের সংখ্যা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতােেল করোনায় মৃত ১১ জনের তথ্য বেশি পাওয়া গেছে। অর্থ্যা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে ১১ জন মৃতের সংখ্যা কম পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত এই ১২ দিনে করোনার উপসর্গ ও করোনা নিয়ে মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর মধ্যে রাজশাহীতে করোনায় মারা গেছেন ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নাটোরে ৫ জন, নওগাঁয় ৪ জন, পাবনায় ২ জন ও সিরাজগঞ্জে এক জন করোনায় মারা গেছেন।

অথচ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তথ্যে এই ১২ দিনে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ৫৩ জন। অর্থাৎ হাসপাতাল থেকে ১১ জন মৃতের সংখ্যা কম পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী থেকে মৃতের সংখ্যা দেওয়া হয়েছে ১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮ জন, নাটোরে ৬ জন ও নওগাঁয় ৭ জন মৃত দেখানো হয়েছে। যেমন গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহী, নাটোর, পাবনা ও নওগায় একজন করে মারা গেছে। অথচ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তথ্যে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, নওগাঁ ও নাটোর থেকে কোনো মৃত্যু দেখানো হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে শুধু দুইজন মৃত্যু দেখানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, আমরা করোনায় মৃতের সব তথ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে শুরু করে সিভিল সার্জন কার্যালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরসহ সব জায়গায় পাঠানো হয়। ফলে তারা কেন মৃতের সংখ্যা কম দিচ্ছে তা বলতে পারছি না।

রাজশাহীর সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার জানান, সিভিল সার্জন অফিসের কাজ হাসপাতালে কেউ মারা গেলে সেই তথ্য দিবেই। আবার বাড়িতে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানেই হোক না কেন জেলার মধ্যে করোনায় কেউ মারা গেলে তার তথ্যও স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়। আমার মনে হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মৃতের সংখ্যা বাড়িয়ে বলছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: হাবিবুল আহসান তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরীকে বেশ কয়েকবার ফোন দিলেও তারা ফোন ধরেন নি।