>

শনিবার, ১০ Jun ২০২৩, ০১:১০ অপরাহ্ন

বেনগাজি লিবিয়া বাংলাদেশ আওয়ামীলীগ লিবিয়ার পূর্বাঞ্চল শহর আল-বাইদা আওয়ামীলীগের বর্ধিত সভা- অনুষ্ঠিত

বেনগাজি লিবিয়া বাংলাদেশ আওয়ামীলীগ লিবিয়ার পূর্বাঞ্চল শহর আল-বাইদা আওয়ামীলীগের বর্ধিত সভা- অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে লিবিয়া পূর্বাঞ্চল শহর আল-বাইদা (আল ছান্দিয়ান) কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগেরর বর্ধিত কর্মী সভা অনুষ্টিত হয়।
গত শুক্রবার লিবিয়া পূর্বাঞ্চল আল-বাইদা শহরে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষে সেখানে আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্টিত হয়।
অত্র সংগঠনের আহবায়ক মোঃ শাহজাহান মিঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব কায়েছ মাহমুদ এর পরিচালনায়,এসময় বর্ধিত কর্মী সভায় বক্তব্য রাখেন বেনগাজি আওয়ামী লীগের আহবায়ক জনাব, শাহজাহান মিয়া,যগ্ম আহবায়ক রেজাউল করিম,যগ্ম আহবায়ক হাছান খাইরুল,সদস্য সচিব কায়েছ মাহমুদ,সহ:সদস্য সচিব কামাল পারভেছ, সহ অন্যান্য সদস্য বৃন্দ।
বিশেষ অতিথি হিসাবে আরোও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লিবিয়া আল-বাইদার প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তাগন।বক্তব্য রাখেন অ্যান্টি অবৈধ ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ গ্রেটার আল-বাইদা শাখা পুলিশ অফিসার জনাব,হাইছেম আগুরী,  পুলিশ অফিসার জনাব,ফাতহি ভরাছি।
বক্তব্য রাখেন অপরাধ তদন্ত আল-বাইদা সংস্থা কর্ণেল জনাব সালাহ আমামী সহ আরো অনেকে।
সর্বশেষ ধন্যবাদ জানাই উক্ত অনুষ্ঠানের আয়োজকবৃন্দ আল-বাইদা প্রবাসী বাংলাদেশি ভাইদের,একটি সফল অনুষ্টান উপহার দেওয়ার জন্য সকলকে  ধন্যবাদ জানান ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com