আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
গতকাল বুধবার নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। আজ রাত ১২ মিনিট থেকে লকডাউন কার্যকরের নির্দেশণা থাকলেও আজ সকাল থেকে নওগাঁয় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন । সকাল থেকে ছোট যানবাহন চলাচল করছে।
গণপরিবহন, দোকানপাট বন্ধ থাকলেও সরকার নির্দেশনা অনুযায়ী সরকারি অফিস খোলা চালু রয়েছে। তবে নওগাঁ পৌর এলাকার জনসাধারণ স্বাস্থ্যবিধি না মেনেই ঘোরাফেরা ও আড্ডা দিচ্ছেন । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসালেও তবে তৎপরতা দেখা যায়নি পুলিশ প্রশাসনের ।
অপরদিকে সকাল থেকে নওগাঁ শহরের একটি জায়গায় ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করা হলেও অধিকাংশ এলাকাতেই জেলা প্রশাসনের থেকে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম দেখা যায়নি । ফলে কার্যত লকডাউন অকার্যকর হয়ে রয়েছে ।
চলতি মাসের ৩ দিন নওগাঁয় করোনায় শনাক্ত হয়েছেন ১০১ জন । আর মৃত্যু হয়েছে ৩ জনের । যা গতমাসের চেয়ে শনাক্ত ও মৃত্যুর হার অনেকবেশি।