এনামুল কবীর এনাম ,নওগাঁ জেলা
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডার পূর বাজার থেকে ৮৮ বস্তা রসূন সহ ভুটভুটি চালক আটক থানায় মামলা আসামী জেল হাজতে।
জানা যায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডার পুর বাজারে গত ৩ জুন সকাল ১০টায় ভুটভুটি যোগে অজ্ঞাত তিন জন ভান্ডার পুর বাজারের ভুট্টোর রসুন পিঁয়াজের আড়তে ৮৮ বস্তা রসুন বিক্রয়ের জন্য নিয়ে আসে।
আড়ৎদার ভুট্টোর সন্দেহ হলে বাজার বনিক সমিতির সভাপতি সাগর কে অবহিত করেন। বনিক সমিতির সভাপতি স্থানীয় লোকজন সহ এগিয়ে যান , তাদের এগিয়ে যাওয়া টের পেয়ে ভুটভুটি চালক বাদে গোপনে পালিয়ে যায় অজ্ঞাত তিন জন। বিষয়টি নিশ্চিত সন্দেহ হলে বনিক সমিতির সভাপতি ও স্থানীয় লোকজন ভুটভুটি চালক রাজুকে আটক করে। এবং থানায় খবর দিলে থানা পুলিশ অফিসার এসআই মো আব্দুল আজিজ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি চালকে গ্ৰেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় মোবাইল ফোনে থানার ইনচার্জ অফিসার জানান বিষয়টি সঠিক মর্মে থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি ভূটভুটি চালক রাজু পিতা আঃ রাজ্জাক আকেকলপুর উপজেলার জালাল পুর জয়পুরহাট কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ।