সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুনীর্তি বাজ কর্মকর্তাদের হাতে প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিপীড়ন কারীদের শাস্তি ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালিত হয়।
এ সময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেধে ও সেচ্ছায় কারা বরনের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করে। পরে তারা শরীয়পুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্বারক লিপি পেশ করে।
মানববন্ধনে উপস্থি ছিলেন, শরীয়তপুর জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার, যায়যায় দিনের জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, জনকন্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তর, বিডিনিউজ২৪.কম ও এস এ টিভির জেলা প্রতিনিধি এবং শরীয়তপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কে এম রায়হান কবীর সোহেল, স্থানীয় দৈনিক হুংকারের বার্তা সম্পাদক হারুনুর রশিদ, দৈনিক জাগরনের জেলা প্রতিনিধি এম ওয়াদুদ মিয়া, এশিয়ান টিভি ও নিউ এইজের জেলা প্রতিনিধি এম বি কাজী নাছির, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বি এম ইস্রাফিল, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান,গনকন্ঠ এর জেলা প্রতিনিধি নাছির আহাম্মেদ আলী রাজ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল প্রমুখ।