অালোর জগত ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত চার দিনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করেছে ৪ হাজার ১১২টি। এখন পর্যন্ত জমা পড়েছে ১ হাজার ২৪৯টি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ১২ নভেম্বর থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু করে। শেষ হবে আজ শুক্রবার।
প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি হয় ১৩২৬টি, দ্বিতীয় দিন ১৮৯৬টি, তৃতীয় দিন ৪৮৮টি ও চতুর্থ দিন ৪০২টি। এদিন বিকেল পর্যন্ত ৮৫৮টি মনোনয়ন ফরম জমা পড়ে।
উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।