>

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলবে ৪ হাজার চালকবিহীন গাড়ি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলবে ৪ হাজার চালকবিহীন গাড়ি

স্টাফ রিপোর্টার :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২০৩০ সালের মধ্যে ৪ হাজার চালকবিহীন গাড়ি চলাচলের প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।এই পদ্ধতিতে গাড়ি চালাতে কোনো চালক থাকবে না। স্বয়ংক্রীয়ভাবে চলবে গাড়ি।

২০২৩ সালের মধ্যে প্রথম কয়েকটি স্ব-ড্রাইভিং গাড়ি রাখার পরিকল্পনা রয়েছে, যা ২০৩০ সালের মধ্যে ৪ হাজার পর্যন্ত পৌঁছে যাবে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম স্বায়ত্তশাসিত যানবাহন সংস্থা জেনারেল মোটরস-ক্রুজের আইনি নির্বাহী পরিচালক জেফ ব্লিচের সাথে আলোচনা শেষে ছবিসহ পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, এই অংশীদারত্বের ফলে দুবাই যুক্তরাষ্ট্রের বাইরের প্রথম শহর হিসেবে স্ব-চালিকা ক্রুজ যানবাহন পরিচালনা করবে।

দুবাইকে বসবাসের জন্য এবং কাজ করার জন্য সেরা শহর হিসাবে গড়ে তুলতে এটি সংযুক্ত আরব আমিরাতের সহ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের দর্শনের পরিপূরক।

শেখ হামদান লেখেন, আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুবাইয়ের মোট পরিবহনের ২৫ শতাংশকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে স্ব-ড্রাইভিং ভ্রমণে রূপান্তর করা।

তিনি আরও লিখেছেন, ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতের দক্ষতা বৃদ্ধি করে প্রতি বছর অর্থনৈতিক রাজস্বতে ১৮ বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্য রয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com