নূর মোহাম্মদইয়ন, গফরগাঁও(ময়মনসিংহ) :
১৯৪৭ সালের আগস্টে প্রায় ২০০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশ থেকে বিদায় নেয় ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশদের এই সুদীর্ঘ শোষনের ইতিহাস “শেষ হয়েও যেন শেষ হলো না” আর সেই স্বাধীনতা নাটকের শেষ অঙ্কের সূচনা ঘটে ১৯৭১ সালের ২৬ মার্চ যার মাধ্যমে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ নামক নতুন এক ভূ-খণ্ড। আর এই ঐতিহাসিক দিনটিকে স্বরণীয় করে রাখতে প্রতিবারে ন্যায় এবারেও গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনি ও স্বাধীনতার সংগ্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
জামতলা মোড়স্থ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, গফরগাঁও ও পাগলা থানা পুলিশ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ গফরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আটটায় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের প্যারেডে সালাম গ্রহণ করেন জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতাজুল ইসলামের সভাপতিত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অসহায় জটিল রোগীদের মধ্যে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, সহকারী কমিশনার (ভূমি)কাবেরী রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান,গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব প্রমুখ।
সারে এগারোটায় উপজেলা আওয়ামী লীগে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন সাংসদ। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সংবাদ শিরোনাম :
গফরগাঁওয়ে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- ১৮৯ বার পড়া হয়েছে
Tag :