শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ
বিয়ের নৌকা ডুবে গাইবান্ধায় বরের নানির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ব্রহ্মপুত্র নদে গতকাল ২১ মার্চ রোববার রাতে বরযাত্রীবাহী নৌকা ডুবে ফাতেমা বেগম (৪৭) নামে এক গৃহবধুর মৃত্যুর হয়েছে।
এ ঘটনায় নৌকায় থাকা ১৫ জন বর যাত্রীর মধ্যে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিশুকে জেলা হাসপাতালে ভর্তির পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত ফাতেমা বেগম সম্পর্কে বরের নানি, তিনি সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের সাখাওয়াত হোসেনের স্ত্রী।
আহতদের সকলের বাড়ি কামারজানি ইউনিয়নের কামারজানি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা থেকে বর লিটন মিয়া সদর উপজেলার কামারজানির ব্রহ্মপুত্র নদ দিয়ে যাচ্ছিলো বরযাত্রীবাহী নৌকা টি।
বরযাত্রীর নৌকাটি কামারজানী বন্দর এলাকা থেকে কিছুদূর যাওয়ার পর অপরদিক থেকে আসা একটি বড় নৌকা বরযাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিয়ে উপরে উঠে যায়।
এ সময় নৌকায় থাকা ১৫ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ফাতেমা বেগম ও সাত বছরের শিশু স্বাধীনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুজন পালের সঙ্গে কথা হলে তিনি জানান, ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।