সারুয়ার হাসানঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
দিবসটি উদযাপনে বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মমেক ছাএলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান এবং ছাত্রলীগের সকল নেতৃবৃন্দরা। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের অধক্ষ এবং উপাধ্যক্ষ সহ কলেজ সকল শিক্ষক বৃন্দরাও স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মমেক ছাএলীগ আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন মমেক ছাএলীগ। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।