মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর) উদযাপন উপলক্ষে মুক্ত বিহঙ্গ সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (ডাকবাংলো মাঠে) টুর্ণামেন্টেরে উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, ৪৮ নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। মুক্ত বিহঙ্গ সংসদের সভাপতি কালাচাঁদ কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু। জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, উপজেলা কৃষকলীগের সভাপতি বাপ্পী ব্যানার্জী, আসন্ন ইউপি নির্বাচনে সদর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাঈদ হাসান তরফদার শাকিল, সফাপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাহিদ মোস্তফা, মুক্ত বিহঙ্গ সংসদের সাধারণ সম্পাদক মুহাঃ রাহেনুল হক লুসা, ক্রীড়া সম্পাদক মুহাঃ ছাইদুর রহমান লিটন, ফুটবল সংগঠক অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম ও আরিফুর রহমান আরিফ প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পতœীতলা উপজেলা একাদশ বনাম বদলগাছী উপজেলা একাদশ।