নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় লেখক মুসতাকের রাষ্ট্রীয় হত্যার প্রতিবাদ ও ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচির, বাম গণতন্ত্র জোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে, নওগাঁ লর্ড লিটন ব্রিজ সংলগ্ন স্বাধীনতা ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৯ মার্চ বিকেল ৫ ঘটিকায়, বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজা, সমন্বয়ক বাম গণতান্ত্রিক জোট, এর সভাপতিত্বে লেখক মুসতাকের রাষ্ট্রীয় হত্যার প্রতিবাদ ও ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুসতাক হত্যার প্রতিবাদ ও ডিজিটাল আইন বাতিলের দাবি এবং সরকারের গণবিরোধী আইনের সমালোচনা করে বক্তব্য রাখেন।
মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন, বাসদ নওগাঁ জেলার আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম খোকন, বাসদ জেলা শাখার সদস্য কালিপদ সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রী নওগাঁ জেলা আহবায়ক মিজানুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শহর শাখার আহবায়ক মিজানুর রহমান মিজান, সিপিবি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান বাহাদুর প্রমূখ