নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের আবাদপুর গ্রামস্থ মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁ সদর উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের সাথে মত বিনিময় শেষে ৬৯টি ঘরের চাবি লটারির মাধ্যমে চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে, মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। গৃহহীন ও ভূমিহীনদের সাথে মত বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা শোনেন এবং তা যথাযথ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা প্রদান করে ৬৯টি ঘরের চাবি লটারির মাধ্যমে চাবি হস্তান্তর করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা প্রতিশ্রুতি স্বরূপ মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ কেউ গৃহহীন থাকবে না সেই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন এর আবাদপুর গ্রামে ৬৯টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি তুলে হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান, প্রমূখ।