জয়নাল আবেদীন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিক রাজিবের (৩৫) বাড়িতে ৫ দিন ধরে অনশন করছে দুই সন্তানের জননী জেসমিন আক্তার (২৫) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে। গৃহবধূ জেসমিন ভোলার চর ফ্যাশনের বাসিন্দা।
জেসমিন আক্তার ও প্রেমিক রাজিবের কয়েকজন স্বজন নাম প্রকাশনা করার শর্তে জানায়, ঢাকা কালিগঞ্জে ব্যবসায়ী স্বামী ও দুইসন্তান নিয়ে তিনি ৪ বছর ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের পাশের বাসায় ভাড়া থাকতেন কথিত প্রেমিক রাজিবের দুই ফুফু ও তাদের পরিবার। রাজিব সানসিল্ক কোম্পানির কেরানিগঞ্জের মাঠ কর্মী হিসেবে কাজ করে।
ফুফুর বাসায় আসা যাওয়ার ফলে গত ২ বছর ধরে রাজিবের সাথে গৃহবধূ জেসমিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
এনিয়ে জেসমিনের সাথে তার স্বামীর বিরোধ দেখা দেয়।
এদিকে রাজিব করোনাকালীন সময় চাকুরী ছেড়ে রায়পুর নিজ বাড়ীতে চলে আসে।
জেসমিন স্বামীর সাথে বিরোধ করে এক ছেলে (৬) ও এক মেয়েকে (৮) রেখে নিরু পায় হয়ে প্রেমিক রাজিবের রায়পুর খাসেরহাট গ্রামের বাড়িতে চলে আসে। কিন্তু রাজিব ও তার অভিভাবক মিথ্যা বলে জেসমিনকে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে বিচার ও বিয়ের দাবি জানিয়ে উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের শরনাপন্ন হন জেসমিন।
রাজিবের অভিভাবককে ইউপি কার্যালয়ে ডেকে বিয়ে করে জেসমিনকে ঘরে তুলে নিতে নির্দেশ দেন চেয়ারম্যান।
কিন্তু গত ৫দিন ধরে জেসমিন প্রেমিক রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন।
উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ভোলার চরফ্যাশনের গৃহবধূ জেসমিনকে বিয়ে করে ঘরে তুলে নিতে রাজিব ও তার অভিভাবককে বলা হয়েছে।
তারা দুইদিন সময় নিয়ে ছিলো। কিন্তু এখন তাদের কোন খোঁজ খবর নাই।