মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন-মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় একশ জন সুফলভোগীর মধ্যে উন্নত জাতের ক্রসব্রীড বকনা ও দানাদার খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আসমা খাতুন, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল।
পরে মহাদেবপুর উপজেলায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ১০০ জনের মাঝে উন্নত জাতের ক্রসব্রীড বকনা ও জনপ্রতি ১২৫ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রাব্বানী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।#