আহমেদাবাদ টেস্ট দুই দিনে শেষ হয়েছে কথাটার মধ্যে একচিলতে খামতি আছে। দ্বিতীয় দিনের খেলা শেষ হতে প্রায় ২৫ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জিতেছে ভারত।
ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে মোট ১৪০.২ ওভারে খেলা শেষ হয়ে যায়। ১৯৩৫ সালের পর থেকে এটাই সব থেকে কম ওভারে শেষ হওয়া টেস্ট ম্যাচ। আগের রেকর্ড ছিলো ১৯৪৬ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ। সেটি শেষ হতে ৫ ওভার বেশি লেগেছিলো। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংস ও ১০৩ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছিলো।
টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪৮.৪ ওভারে ১১২ রানে শেষ হয়ে যায়। জবাবে ভারত প্রথম ইনিংসে ৫৩.২ ওভারে ১৪৫ রান তোলে। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০.৪ ওভারে ৮১ রানে শেষ হয়ে যায়। ভারতের জেতার জন্য দরকার ছিলো ৪৯ রান। রোহিত শর্মা এবং শুভমন গিল ৭.৪ ওভারে সেই রান তুলে নেন।