চ্যাম্পিয়নস লিগের সর্বকনিষ্ঠ ইংলিশ গোলদাতা এখন জামাল মুসিয়ালা। তার গোলে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আসরের শেষ ষোল পর্বের প্রথম রাউন্ডে ৪-১ গোলে হারিয়েছে লাৎসিওকে।রোমের মাঠে অতিথি বায়ার্নের হয়ে গোলের শুরুটা করেন অবশ্য রবার্ট লেওয়ানডোস্কি। তার সঙ্গে গোল যোগ করেন মুসিয়ালা ও লেরয় স্যান।
লেরয় স্যানের অন্য একটি গোল প্রচেষ্টা রুখতে গিয়ে ভুলে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন ফ্রান্সেসকো আচারবি। স্বাগতিক লাওসিও’র হয়ে বাকি গোলটি করেন জোয়াকুইন কোরেয়া।

টুর্নামেন্টের অন্য ম্যাচে লড়াই করেই জিততে হয়েছে চেলসিকে। অলিভার জিরুদের ওভারহেড কিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে ধরাশায়ী করেছে কোচ টমাস টাচেলের শিষ্যরা।