মেহেদি হাসান রাজু, স্টাফ রিপোর্টারঃ
১৫ ফেব্রয়ারি, ২১ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপি’র উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের সরদার পাড়া এলাকায় সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধান এর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় বিএনপি’র উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, কেন্দ্রীয় বিএনপি’র বন পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব সহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মিজানুর রহমান মিনু মিডিয়া কর্মী ভাইদের লিখতে বলেন, প্রশাসন বিবেক দিয়ে দেখুন আজ মিটিং ঘরে, উঠানে করতে হচ্ছে। অনুমতি চেয়েও অনুমতি আমরা পাইনি।
ওবায়দুল কাদের মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি তো নামকো ওয়াস্তা মন্ত্রী। আপনার চেয়ে আপনার ছোট ভাই অনেক শক্তিশালী। সে আমাদের মতো কথা বলে। আমরা দেখতে পাচ্ছি এ সরকার থাকবে না চলে যাবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে।