আলোর জগত ডেস্ক: ২০২১ সালে উৎসবহীনভাবে বই পাবে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থী কিংবা অভিবাভকরা স্ব স্ব বিদ্যালয় থেকে বই বুঝে নিতে হবে। উপজেলা শিক্ষা অফিস থেকে ইতিমধ্যে শিক্ষকদেরকে বই বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে চাহিদা মোতাবেক বই এখনো উপজেলায় এসে পৌঁছেনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা য়ায়, উপজেলায় প্রাথমিক ও কেজি স্কুল মিলিয়ে শিক্ষার্থী রয়েছে ২৯ হাজার ৯৮৫ জন। প্রাক প্রাথমিক তিন শ্রেণির আংশিক ও পঞ্চম শ্রণির কোনো বই এখনো আসেনি।
ক্লাস্টর শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, আজ রবিবার থেকে ক্লাস্টার ভিত্তিক বই বিতরণ করা হচ্ছে। জানুয়ারির প্রথম দিনে স্ব স্ব বিদ্যালয় নির্দিষ্ট সময় মেনে মাস্ক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে সেট হিসেবে শিক্ষার্থী কিংবা অভিভাবকগণের হাতে বই তুলে দিবেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী বলেন, করোনার কারণে এবারে বই উৎসব হচ্ছে না। শিশু শ্রেণির অনুশীলন, চতুর্থ শ্রণির তিন বিষয় এবং পঞ্চম শ্রেণির কোনো বই আসেনি। তবে সহায়ক সকল বই পৌঁছে গেছে।