আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এরই মঝে নতুন সংশোধিত বিশেষ টুরিস্ট ভিসা (এসটিভি) ও দীর্ঘকালীন কর্মসূচির আওতায় যে কোনো পর্যটককে এই করোনা পরিস্থিতিতেও থাইল্যান্ডের সব জায়গায় ভ্রমণের অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার।
দেশটির উপ-সরকারের মুখপাত্র রাছদা ধ্নাদিরেক মঙ্গলবার এক বিবৃতিতে জানান, পর্যটকদের থাইল্যান্ডের সব জায়গায় ভ্রমণের অনুমতি দিলেও থাইল্যান্ডে আসার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।
তিনি আরো বলেন, তাদের পর্যটন শিল্পকে ফিরিয়ে আনার জন্যই দেশটির সরকার এই নীতিটি প্রণয়ন করেছে। থাইল্যান্ডের অর্থনীতির একটা বড় অংশ তাদের পর্যটন শিল্পের ওপর নির্ভর করে।