আন্তর্জাতিক ডেস্ক : পুত্র সন্তানের জন্ম দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা আম্বানি। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
আম্বানি পরিবারের মুখপাত্র জানিয়েছেন, ‘প্রথমবার ঠাকুরদা ও ঠাকুমা হওয়ার খবরে আনন্দিত নীতা ও মুকেশ আম্বানি। ধিরুভাই আম্বানি ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে আম্বানি পরিবারে তারা স্বাগত জানিয়েছেন। আজ মুম্বাইয়ে এক পুত্র সন্তানের বাবা-মা হলেন শ্লোকা ও আকাশ আম্বানি। মা ও শিশু দুজনেই ভালো আছে। নবজাতকের আবির্ভাবে মেহতা ও আম্বানি পরিবার অপার আনন্দে বিভোর হয়েছেন।’এ দিন নবজাতকের আবির্ভাবে উচ্ছ্বসিত মুকেশ আম্বানি নিজের টুইটার হ্যান্ডেলে সুখবর প্রকাশ করেন। সঙ্গে পোস্ট করেছেন নাতির সঙ্গে নিজের ছবিও।
২০১৯ সালের ৯ মার্চ আকাশ ও শ্লোকা আম্বানির বিয়ে হয়। বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক সেক্রেটারি জেনারেল বান কি-মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ার, গুগল সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা-সহ রাজনীতি ও সিনেমা জগতের একঝাঁক তারকা।