আন্তর্জাতিক ডেস্ক : করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এতো দিনেও চূড়ান্ত কার্যকরী কোনও ভ্যাকসিনের অনুমোদন দায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে এখনো কিছু কিছু দেশে করোনার সংক্রমণ হয়নি। যেমন উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জন উন।
আজ শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়াকার্স পাটির ৭৫তম বর্ষ উপলক্ষ্যে কনর্সাট ও উৎসবে দেয়া এক ভাষণে কিম এ দাবি করেন। কিম বলেছেন, তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ায় ‘এক জন ব্যক্তিও’ করোনায় আক্রান্ত হয়নি।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে প্রতিবেশী চীনে প্রাদুর্ভাব শুরুর পর গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে মহামারী করোনার সংক্রমণ। বিশ্বের সব দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়ালেও কোনো উত্তর কোরিয়া সংক্রমণ নেই বলে দাবি দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন। সূত্র : রয়টার্স, এনিকে নিউজ ও দ্য স্কটিশ সান।