আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেসসচিব কেইলি ম্যাকেনানি। তার কোভিড–১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ খবর তিনি নিজেই স্থানীয় সময় সোমবার জানিয়েছেন।
কেইলি ম্যাকেনানি এ সম্পর্কিত এক টুইটার পোস্টে জানান, তার মধ্যে কোনো লক্ষণ ছিল না। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন তার কোভিড টেস্ট করা হয়েছে। তিনি কিভাবে কবে আক্রান্ত হলেন, তা বোঝা যাচ্ছে না।
করোনাভাইরাস শরীরে প্রবেশের পর তা লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগে। ফলে তার আক্রান্ত হওয়ার খবর বেশ উদ্বেগ তৈরি করেছে। কারণ, গত রোববার তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার মুখে মাস্ক ছিল না।
এদিকে করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসা নিয়ে তিন দিন পর তিনি হোয়াইট হাউসে ফিরলেন।
গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ হন। পরে ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়।