আলোর জগত ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
কর্মসূচী সমূহ নিম্নরূপঃ-
১) আগামী ২৮ সেপ্টেম্বর ২০২০ইং, সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
২) ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দেশব্যাপী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
৩) ৩০ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
করোনা মহামারীর সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য-বিধি মেনে উপরোক্ত কর্মসূচী সমূহ পালনের জন্য সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন।