আলোর জগত ডেস্ক: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের এমপি পঙ্কজ দেবনাথের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। গত শুক্রবার বিকেলে তার করোনা পজিটিভ ফল আসে।
আইসোলেশনে থাকা সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ মুঠোফোনে তার করোনা আক্রান্ত হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। জ্বর ও শরীরব্যথা ছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই বলে তিনি জানালেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।